Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কটিয়াদী কলেজ

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

কিশোরগঞ্জ জেলা অধীন কটিয়াদী উপজেলা সদরে অবস্থিত কটিয়াদী কলেজ উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ। ১৯৬৮ ইং সনে প্রতিষ্ঠিত হবার পর হতে কলেজটি এ এলাকার প্রতিটি ঘরে ঘরে উচ্চ শিক্ষার দীপ জ্বেলে আসছে। নারিকেল, বকুল, মেহগনি, দেবদারু, বৃক্ষে সুশোভিত দু’ধারে জলাশয় ঘেরা  মনোরম প্রকৃতিক পরিবেশে অবস্থিত কলেজ অঙ্গনটি যেন জ্ঞান পিপাসু উচ্ছ্বল শিক্ষার্থীদের তারুন্যদীপ্ত সুকোমল মনেরই প্রতিচ্ছবি। অন্যাংশে রয়েছে তিন দিক জলাশয় ঘেরা  বিশাল খেলার মাঠ।রয়েছে সুপ্রশাস্ত আধূনিক ‍শ্রেণিকক্ষ, সমৃদ্ধ গ্রন্থাগার,বিজ্ঞানাগার ও সময়োপযোগি কম্পিউটার ল্যাব। ছাত্র-ছাত্রীদের খেলাধূলার সুযোগ সুবিধা, পৃথক মিলনাগার এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি দক্ষ পরিচালনায় সুযোগ্য, অভিজ্ঞ ও তারুন্যদীপ্ত নিবেদীত প্রাণ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দৈহিক ও  মানসিক বিকাশের পরিবেশ সর্বাংশে নিশ্চিত। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষার অত্র কলেজের ফলাফল চমৎকার।

রেল ও সড়ক পথে কটিয়াদী কলেজের সাথে দেশের যে কোন  স্থানের রয়েছে সুন্দর যোগাযোগ। কটিয়াদী বহুমুখী  বাসষ্টেশন হতে কলেজের দূরত্ব ৫মিঃ হাঁটা পথ। কলেজের একপাশে কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয় অন্য পাশে সুবিশাল কটিয়াদী বাজার। আধা কিলোমিটার ব্যাসে অবস্থিত কটিয়াদী থানা,উপজেলা সদর,পৌর কার্যালয় ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। সব মিলিয়ে কলেজের আয়তন ৭.৭৮একর।